দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ অক্টোবর ।। বহুকোটি টাকার বিশালগড় ব্লকের অর্থ লোপাটের ঘটনায় একদিকে রাজনীতির দড়িটানাটানি অন্যদিকে পুলিশের অভিযানে চলছে কানামাছির খেলা। বুধবার বিশালগড় থানার তরফে অর্থ লোপাটের ঘটনার সঙ্গে যুক্ত চার অভিযুক্তের গ্রেপ্তার অভিযান সফল হয়নি। আরক্ষা দপ্তরের পৌঁছুনোর আগেই গা ঢাকা দেয় চার অভিযুক্ত। ধলেশ্বর সহ আগরতলায় থাকা অভিযুক্তদের বাড়িতে এই অভিযান চলে। বিশালগড় ব্লকের মেগা চুরি পর্বের ঘটনাক্রমে বিরোধীদল CBI –এর হাতে দায়িত্ব তুলে দিতে দাবী জানিয়েছে।
রাজীব সাহার তোলা ছবি।