যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হয়েছে ৭০তম স্বাধীনতা দিবস

cm.jpg1 cm দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫আগষ্ট ।। গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ৭০তম স্বাধীনতা দিবস। রাজ্যে স্বাধীনতা দিবস পালনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আসাম রাইফেলস ময়দানে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানকে নান্দনিক সৌন্দর্য্যে সজ্জিত করে তোলা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিউগলের সুরে বেজে উঠে ‘জন গণ মন অধিনায়ক জয় হে’-র সুর। আসাম রাইফেলস ময়দানে প্রথাগত কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী। সুসজ্জিত প্যারেডের ১৮টি দলের ছন্দোবদ্ধ প্যারেডের সালামী গ্রহন করেনমূখ্যমন্ত্রী মানিক সরকার, প্যারেডের তালে তালে ছন্দায়িত হয়েছে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত স্বাধীনতাকামী উৎসাহী জনতার।

pt cltr cltr.jpg1 pt.jpg1প্রধান অতিথির ভাষণে রাজ্যের মূখ্যমন্ত্রী প্রথমেই রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারের রিও ওলিম্পিকে অংশগ্রহন থেকে শুরু করে ফাইনালে চতুর্থ স্থানে যাওয়ায় নিয়ে বলতে গিয়ে আগামী দিনেও দীপার সাফল্য কামন করেন। মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ ব্যক্ত করেন।

স্বাধীনতা দিবসে আসাম রাইফেলস ময়দানে রাজ্য তথা কেন্দ্রীয়স্তরের নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারীকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের উচ্চস্তরের আধিকারীকবৃন্দ। স্বাধীনতা দিবসে আসাম রাইফেলস ময়দানে নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন হয়, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশ নেয় চিত্তাকর্ষক পিটিতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*