গোপাল সিং, খোয়াই, ১৬ আগষ্ট ।। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর তিরিশের এক ব্যাক্তির। ঘটনা বাগান বাজার পালটিলা এলাকায়। মৃত ব্যাক্তির নাম শংকর চৌধূরী। ঘটনার বিবরনে জানা যায় কল্যানপুর থানাধীন বাগান বাজার পাল টিলা এলাকা নিবাসী শংকর চৌধূরী রবিবার রাত আনুমানিক ২টা নাগাদ অসুস্থ্য হয়ে পড়েন। শরারীরিক অসুস্থ্যতার কারনে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন প্রাথমিকভাবে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সোমবার ভোর আনুমনিক ৬টা নাগাদ অসুস্থ্য শংকর চৌধূরীকে নিকটবর্তী কল্যানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক শংকরকে জিবি স্থানান্তর করেন। কিন্তু জিবি যাবার পথে ফের একবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন শংকরকে তড়িঘরি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। চিকিৎসক জানালেন হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শংকর চৌধূরী নামে ঐ ব্যাক্তি। উল্লেখ্য মৃতের স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। শোকের ছায়া গোটা বাগান বাজার এলাকায়।