ওয়াটসঅ্যাপ প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট ।। বুধাবার ফের পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিন ব্যক্তি। ঘটনা আগরতলা-কমলপুর রোডের রাখালতলিতে। জানাযায়, রাখালতলিতে মাল বোঝাই TR01 DD 5989 নম্বরের একটি ১২ চাকার লরি লোহার বেইল ব্রিজ ভেঙ্গে নিচে ছড়ার জলে পড়ে যায়। ফলে কমলপুর-আমবাসা রোড বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ পূর্ত দপ্তরের সালেমা থেকে কর্মীরা ছুটে যান। ঘটনায় তিন জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।