নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট ।। অরুন্ধুতি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়ামে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন কড়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নিরাপত্তা কর্মীগণ স্বেচ্ছায় রক্ত দান করেছেন। এছাড়াও, ৩১ জন পুলিশ কর্মী মরনোত্তর চক্ষু দানের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে পুলিশের ‘কফি টেবিল বুক’ এর আবরণ উন্মোচন করেন মূখ্যমন্ত্রী। বুধাবার সকালে অরুন্ধুতি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, এ ডি জি পি (প্রশাসন) রাকেশ রঞ্জন, এ ডি জি পি (টি এস আর) এস এস চতুর্বেদী।