গোপাল সিং, খোয়াই, ১৯ আগষ্ট ।। খোয়াই সুভাষপার্ক অঞ্চল এলাকার খোয়াই সরকারী দ্বাদশ, লালছড়া দ্বাদশ, জাম্বুরা দ্বাদশ এবং অফিসটিলা, শ্রীকৃষ্ণ, শৈব সুনিতী ও সুকান্ত স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ১৭০০’র মতো ছাত্র-ছাত্রীদের প্রতিদিনই শিক্ষা ও পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে ব্যহত হচ্ছে শিক্ষাদানের কাজ। তাই উক্ত ৭টি বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানে ১২ দফা দাবিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট শ্মারকলিপি প্রদান করল এসএফআই সুভাষপার্ক অঞ্চল কমিটি। ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল : সমস্ত বিদ্যালয়গুলিতে আধুনিক ক্যাম্পাস হল নির্মান করা, পর্যাপ্ত বিষয় শিক্ষক নিয়োগ করা, সমস্ত দ্বাদশ শ্রেনী বিদ্যালয়গুলিতে বিজ্ঞান ল্যাবরেটরির ব্যবস্থা করা, উচ্চ বিদ্যালয়গুলিতে নতুন দালানবাড়ী নির্মান করা, আধুনিক বিজ্ঞানসম্মত মেগা ফিল্টার নির্মান ও বর্তমান ফিল্টারগুলির সংস্কার করে পুনরায় চালু করা, খেলাধূলার জন্য বিদ্যালয়ের মাঠকে উপযোগী করা, বিদ্যালয়ে-বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে কম্পিউটার সরবরাহ এবং শিক্ষক নিয়োগ করা, অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের পুকুরকে সংষ্কার করার মধ্য দিয়ে আধুনিকমানের সুইমিং পুলে রূপান্তরিত করা ইত্যাদি। এই দাবিগুলি এর আগেও শিক্ষা দপ্তরের সামনে রাখা হয়েছে। কিন্তু দাবি পূরন এখনও হয়নি। দ্রুত এই সমস্যা সমাধান না হলে এসএফআই আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেই জানালেন ছাত্র নেতৃত্বরা। অন্যদিকে এসএফআই বিভাগীয় সম্পাদক প্রণব ধর, রাজ্য কমিটির সদস্য দ্বিপায়ন নাথশর্মা, বিভাগীয় সম্পাদকমন্ডলীর সদস্য নয়ন চক্রবর্তী, খোয়াই অঞ্চল কমিটির সম্পাদক প্রসেঞ্জিত গোপ ও সুভাষপার্ক অঞ্চল কমিটির সম্পাদক সায়েল দাস বিদ্যালয়গুলির শিক্ষা ও পরিকাঠামোগত সমস্যার বিষয়গুলি নিয়ে সভায় আলোচনা করেন।