জাতীয় পতাকা নামাতে গিয়ে মৃত্যু ছাত্রের সঠিক তদন্তের দাবিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন

ফাইল ছবি
ফাইল ছবি

গোপাল সিং, খোয়াই, ১৯ আগষ্ট ।। খোয়াই থানাধীন উত্তর রামচন্দ্রঘাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র অমরজিৎ শীলের মর্মান্তিক মৃত্যুর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে উক্ত ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের দাবিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগীয় কমিটি। এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক ও সভাপতি যথাক্রমে প্রণব ধর ও জীতেন সিনহার নেতৃত্বে বৃহস্পতিবার এই ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য স্কুলের জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় উত্তর রামচন্দ্রঘাট হাই স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রের। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ মেনে সোমবার ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবসে বিকেল ৪টা নাগাদ ছাত্রটি জাতীয় পতাকা নামাতে যায়। কিন্তু জাতীয় পতাকা যে বাঁশে লাগানো হয় তার উচ্চতা বেশী হওয়ায় উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে যায় অমরজিৎ। কারন বিদ্যালয়ের ঠিক উপর দিয়েই বিপজ্জনক অবস্থায় রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার। উত্তর রামচন্দ্রঘাট হাই স্কুলের মেধাবী ছাত্র হিসাবে পরিচিত অমরজিৎ শীলের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার মানুষজন। সকলেই চাইছেন প্রকৃত দোষীদের যেন কঠোর শাস্তি হয়। এখন দপ্তর কি ব্যবস্থা গ্রহন করে সেটাই দেখার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*