গোপাল সিং, খোয়াই, ১৯ আগষ্ট ।। ‘প্রভু, আজি তোমার দক্ষিণ হাত / রেখো না ঢাকি। / এসেছি তোমারে, হে নাথ, / পরাতে রাখী। / যদি বাঁধি তোমার হাতে / পড়ব বাঁধা সবার সাথে, / যেখানে যে আছে কেহই / রবে না বাকি’ এই উৎসব হাতে হাতে রাখি পড়ানোর। এই বন্ধন সম্প্রীতির। বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখিবন্ধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে এ উৎসবের মাধ্যমে হিন্দু-মুসলমানকে একসূত্রে গেঁথেছিলেন তিনি। তার সেই মানবতার মন্ত্রকে আত্মস্থ করে শতবর্ষ পরে রাখিবন্ধন শুধু ভাই-বোনের মৈত্রীর বন্ধন নয়, মানবতা ও সৌভ্রাতৃত্বের প্রতীক। বৃহস্পতিবার গোটা খোয়াই শহর এই প্রতীক হাতে বেঁধে নিল। সৌজন্যে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্রীরা। বাদ গেলেন না নিউজ আবডেট অব ত্রিপুরা’র খোয়াই প্রতিনিধিও। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার বার্তাকে ছড়িয়ে দিয়েই কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এদিন কলেজ থেকে স্কুল, অফিস থেকে দোকান, গাড়ী চালক থেকে রিক্সা চালক সবার হাতেই পরিয়ে দিল মৈত্রীর বন্ধন রাখী। এবছর এই নতুনত্ব খোয়াইবাসীর মন জয় করে নেয়। আপ্লুত কলেজ পড়ুয়া ছাত্রীরাও। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় দিনের সমস্ত মুহুর্ত ছড়িয়ে পড়েছে সবার মধ্যে।