লোহার বেইল ব্রিজ ভেঙ্গে যাওয়ায় অস্থায়ী পায়ে হাঁটা ব্রিজ নির্মাণ রাখালতলিতে

bridgeওয়াটসঅ্যাপ প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ।। গত বুধবার কমলপুর-আমবাসা রোডের রাখালতলিতে লোহার বেইল ব্রিজ ভেঙ্গে একটি ১২ চাকার লরি ছড়ার জলে পড়ায় ৩ জন আহত হয়েছিল। লোহার বেইল ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর কার্যত কমলপুর-আমবাসা রোড বিচ্ছিন্ন হয়ে পড়ে। জনগনের সুবিধার্থে প্রশাসনের উদ্যোগে বাঁশ দিয়ে অস্থায়ী ভাবে পায়ে হাঁটা ব্রিজ নির্মাণ করে দেয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, রাখালতলির আরসিসি সেতুর কাজ ছয় বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। অস্থায়ী ভাবে কাজ চলত এই লোহার বেইল ব্রিজটি দিয়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*