রিজার্ভ ব্যাঙ্কের নতুন গর্ভনর হচ্ছেন উর্জিত পটেল

rbi rbi1জাতীয় ডেস্ক ।। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গর্ভনর হচ্ছেন উর্জিত পটেল। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর পদে ছিলেন তিনি। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন রঘুরাম রাজন৷ সেই হিসেবে মেয়াদ শেষ আগামী ৪ সেপ্টেম্বর। তাঁর উত্তরসূরীকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন কয়েক মাস আগে রাজন জানান, দ্বিতীয় বার তিনি এই পদে থাকতে চান না। ফিরে যেতে চান পড়াশোনার জগতে। এরপরই শুরু হয় নতুন গর্ভনরের খোঁজ। উঠে আসে বেশ কয়েকটি নাম। তালিকায় একেবারে ওপরের দিকে ছিলেন আরবিআই-এর চার ডেপুটি গভর্নরের একজন উর্জিত পটেল। তালিকায় ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, আরবিআই-এর প্রাক্তন ডেপুটি গভর্নর সুবীর গোকর্ণ, রাকেশ মোহন। ইউপিএ আমলে প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএমডি অরন্ধতী ভট্টাচার্যও। শেষমেশ উর্জিতকেই আরবিআইয়ের গর্ভনর হিসেবে বেছে নিল কেন্দ্র। আগামী ৪ সেপ্টেম্বর বর্তমান গর্ভনর রঘুরাম রাজনের মেয়াদ শেষে নতুন দায়িত্ব নেবেন উর্জিত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*