গোপাল সিং, খোয়াই, ২০ আগষ্ট ।। খোয়াই জেলা হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের লোকজনের সাথে অভব্য আচরন করায় খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলা শাসক এবং এস/পি’র নিকট লিখিত অভিযোগ দায়ের করল রোগীর পরিবারবর্গ। ভবিষ্যতে যেন এমন কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন এবং সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন অভব্য আচরনের স্বীকার ব্যাক্তি। অভিযোগ পত্র অনুযায়ী, খোয়াই দূর্গানগর এলাকার বাসিন্দা খোকন সাহা বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা নাগাদ খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য খাবার জোগারে এবং অন্যান্য খোঁজ খবর নিতে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। তখনই সিকিউরিটি গার্ড উনাদের বাইরে যেতে বলেন এবং বারান্দায় দাঁড়িয়ে তারা সিকিউরিটি গার্ডকে জানায় ‘আমরা চলে যাব, একটু সময় দিন!’ তখনই হাসপাতালের কোন কর্মী নয় রামু চন্দ নামে এক যুবক উনাদের সাথে অসংলগ্ন ব্যবহার করেন যাতে উনারা অপমানিত বোধ করেন। ঘটনার সময় সেখানে উপস্থিত দারগা বাবুর সামনেই যা খুশি বলতে থাকেন। সিকিউরিটি গার্ডের কাছে জানতে চান রামু চন্দ কে? সিকিউরিটি গার্ড এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি। অভিযোগকারী খোকন সাহা জানান, আমার মত কোন রোগীর পরিবারকে যেন অপমানিত না হতে হয় তার জন্যই তিনি লিখিত অভিযোগ দায়ের করেন জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলা শাসক ও এস/পি’র নিকট। খোকন সাহার দাবি রামু চন্দ জেলা হাসপাতালের কোন কর্মী নয়। তাহলে সব সময় উনার অবস্থান কেন জেলা হাসপাতাল চত্বরেই থাকে? কিংবা রোগীর পরিবারের সাথে এমন অভব্য আচরন করার দু:সাহস কে দিল? ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার আবেদন জানান খোকন সাহা।