নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট ।। মেলারমাঠের একটি কম্পিউটার দোকানে ক্রেতা ও দোকানের মালিকের মধ্যে বসচার জেরে গুরুতর আহত হলেন ক্রেতা সম্রাট দেব। জানাযায়, ছয় মাস আগে মেলারমাঠের মৃণালিনী কম্পিউটার দোকান থেকে কম্পিউটার ক্রয় করে সম্রাট দেবের বন্ধু সতীর্থ ভৌমিক। ক্রয় করা কম্পিউটারে প্রয়োজনীয় সুবিধা না থাকায় শনিবার তিন বন্ধু মিলে দোকানে আসে বিষয়টি জানাতে। তাতেই বচসা বাঁধে ক্রেতা ও দোকানের মালিকের মধ্যে। একসময় উত্তেজিত হয়ে দোকানের মালিক সম্রাট দেবের উপর চড়াও হয়। তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। ঘটনার পর পশ্চিম থানায় দোকানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিন বন্ধু। জানা যায়, আহত সম্রাট দেব TIT-র ছাত্র।