সোমবার রাজ্যে আসছেন স্বর্ণকন্যা, স্বামী বিবেকানন্দ ময়দানে দীপার সংবর্ধনা অনুষ্ঠান

দীপা কর্মকার ও কোচ বিশ্বেশ্বর নন্দী। --ফাইল ছবি।
দীপা কর্মকার ও কোচ বিশ্বেশ্বর নন্দী। –ফাইল ছবি।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট ।। সোমবার রাজ্যে আসছেন দেশের গর্ব দীপা কর্মকার। ২২শে আগষ্ট সকাল ১০টা নাগাদ আগরতলা বিমানবন্দরে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে স্বাগত জানানো হবে। সেখান থেকে বাইক র্যাআলী করে দীপা ও শ্রী নন্দীকে হুড খোলা জীপে করে স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়ে আসা হবে। সকাল সাড়ে দশটায় বিবেকান্দ ময়দানে অনুষ্ঠান শুরু হবে। সেখানে ১০ মিনিট করে জিমন্যাস্ট, সমবেত পিটি ও যোগাসন প্রদর্শনী হবে। সকাল ১১টায় মূখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করলে মূল অনুষ্ঠান শুরু হবে। সেখানে মূখ্যমন্ত্রী মানিক সরকার দীপা ও শ্রী নন্দীকে সংবর্ধনা জানাবেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*