


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট ।। বটতলা মৎস্য বিপনির নতুন ভবনের উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার বিকেল ৪টায় প্রদীপ প্রজ্বলন করে মৎস্য বিপনির নতুন ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানের শুভ সূচনা করেন মূখ্যমন্ত্রী। ৮৪৯.৩৪ Sqm বিশিষ্ট নবনির্মিত এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল ১৫ই মে ২০১৪ সালে। বিল্ডিংটি তৈরি করতে খরচ পরেছে ২৪৩.৫৯ লক্ষ টাকা। এই ভবনের গ্রাউন্ড ফ্লোরে ১৫৩টি খুচরা মাছের, ৩৯টি পাইকারি মাছের, ১৫টি শুকনো মাছের এবং ১৪টি মাংসের দোকান মিলিয়ে মোট ২২১টি স্টল রয়েছে। বটতলা মৎস্য বিপনির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্য, ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলার গার্গী ঘোষ চৌধুরী সহ বটতলা ব্যবসায়ী সমতির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা।