হুদহুদ বিধ্বস্ত বিশাখাপত্তনমের বিস্তীর্ণ অঞ্চল এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন

10731180_859834897383566_3121523290928001994_nবিশাখাপত্তনম, ১৬ অক্টোবর ।। চার দিন অতিক্রান্ত। কিন্তু এখনও হুদহুদ বিধ্বস্ত বিশাখাপত্তনমের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
সূত্রে খবর শহর পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামে এখনও পর্যন্ত জল ও খাবার পৌছায়নি।
উদ্ধারকার্যে নিযুক্ত আধিকারিকরা জানিয়েছেন এই সাইক্লোন বিশাখাপত্তনমের বিদ্যুৎ ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসতে এখনও কিছুদিন লাগবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
সাইক্লোন বিধ্বস্ত বেশীরভাগ অঞ্চলে অত্যবশ্যক বস্তু সরবারহের যে ঘাটটি দেখা গিয়েছিল তা অনেকাংশে মিটেছে। যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক।
বিদ্যুৎ ও দুধের সরবারহ এখনও বেশ কিছু বাড়িতে পৌঁছায়নি। টেলি যোগাযোগ ব্যবস্থা এখনও বেশিরভাগ স্থানে অকেজো হয়ে আছে।
মঙ্গলবার রাত থেকে হাসপাতাল গুলিতে পানীয় জল ও বিদ্যুৎ সরবারহ চালু করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*