শুভ্র দে, চূড়াইবাড়ী, ২২ আগষ্ট ।। বেহাল সড়ক সংস্কারের দাবীতে সোমবার কদমতলা ও বাঘন এলাকার জনগন রাস্তা অবরোধ করেন। দীর্ঘ এক বছর ধরে কদমতলা-কুর্তি সড়কের সংস্কার নিয়ে এলাকাবাসী প্রশাসনের দারস্ত হয়েও কোনো কাজ হয়নি। ফলে সোমবার সকাল ১১টা নাগাদ এলাকাবাসী একত্রিত হয়ে ধানের চারা লাগিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। ফলে রাস্টার দু’ধারে গাড়ীর ভিড় জমে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে।