নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট ।। সোমবার সকালের বিমানে সোনার মেয়ে দীপা কর্মকার রাজ্যে প্রবেশ করার পর দীপা ও তার কোচ বিশ্বশ্বর নন্দীকে সংবর্ধনা দেয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। দীপাকে একটু দেখার জন্য বিবেকানন্দ ময়দানে ছিল প্রচুর মানুষের ভিড়। শহরের প্রায় ১১টি স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী সহ এন এস এস, এন সি সি, স্কাউট এন্ড গাইডের ছেলে মেয়েরাও উপস্থিত ছিলে সেখানে। হুড খোলা জীপে দীপা পুরো বিবেকানন্দ ময়দান পরিক্রমা করেন। সেখানে বাজি পোড়ায় আপ্লুত মানুষ।