নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট ।। শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হল ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ১৩নং সিমনা তমাকারির উপনির্বাচন। মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন পর্ব চলে। মোট ৩২টি বুথ সেন্টারে EVM-এ ভোট গ্রহন করা হয়। প্রতিটি বুথেই নিরাপত্তার দায়িত্বে ছিল প্রচুর পুলিশ ও টি এস আর জওয়ান। ভোটাররা প্রায় উৎসবের মেজাজেই একপ্রকার তাদের পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন। আগামী ২৬ আগষ্ট জানাযাবে ২২,৪৮১ জন ভোটার কার পক্ষে রায় দেন।