রণক্ষেত্র আগরতলা, শহরে ১৪৪ ধারা জারি, আতঙ্কিত শহরবাসী

IPFT.jpg1.jpg1
গাড়ী ও বাইকে অগ্নি সংযোগ
IPFT.jpg1
অগ্নি সংযোগে শহর ও শহরতলীর মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি উত্তেজনা ছড়ায়।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট ।। একটি রাজনৈতিক দল IPFT মঙ্গলবার আগরতলায় মিছিল ও জনসভা করে। IPFT-র মিছিল চলাকানীন শহরে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। এতে প্রচুর মানুষ আহত হয় পাশাপাশি বাইক, স্কুটার, গাড়ী এমনকি দোকানপাট ভঙ্গা হয়। বেশ কিছু গাড়ী ও বাইকে অগ্নি সংযোগ করা হয়। তারপরই শহরের উত্তেজিত উল্টো আক্রমন চালায়। ইট পাটকেল ছোরা ছুরি এবং অগ্নি সংযোগে শহর ও শহরতলীর মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় আহত হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও, ভাঙ্গা হয়েছে সংবাদ মাধ্যমের গাড়ী। প্রচুর সাধারন মানুষও আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে শহরে প্রচুর পুলিশ, টি এস আর, আধাসামরিক বাহিনী এবং আসাম রাইফেলস বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তা আগরতলা শহরে ১৪৪ ধারা জারি করেছেন। কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে দেয়া হয় রাজধানী আগরতলাকে। পুলিশের মহানির্দেশক কে নাগরাজ রাজ্যবাসীর কাছে আহ্বান জানান, গুজবে কান না দিতে এবং রাজ্যের শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*