রিও থেকে টোকিও পৌঁছল অলিম্পিক পতাকা

tokioখেলাধুলা ডেস্ক ।। রিও অলিম্পিক্স শেষ৷ গন্তব্য এবার টোকিও৷ ২০২০ অলিম্পিক্স অনুষ্ঠিত হবে জাপানের টোকিওয়৷ সেই উপলক্ষ্যেই এদিন টোকিওয় গিয়ে পৌঁছল অলিম্পিক্স-পতাকা৷ রিও থেকে অলিম্পিক্সের পতাকা নিয়ে এদিন হানেদা বিমানবন্দরে এসে নামেন টোকিওর মেয়র ইউরিকো কোইকে৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি৷ কোইকে বলেছেন, ৫০ বছরেরও বেশি সময়ের পর দেশে অলিম্পিক্সের পতাকা ফেরাতে পেরেছি৷ আমার দায়িত্ব অনেক বেড়ে গেল৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*