নতুন বিলে সারোগেসির অনুমোদন, সেলেব্রিটিদের কটাক্ষ সুষমার

susজাতীয় ডেস্ক ।। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পেল ‘সারোগেসি বিল-২০১৬’। অর্থের বিনিময়ে সন্তান ধারণে আসছে নিষেধাজ্ঞা। নিয়ম ভাঙলে কড়া শাস্তি। বিলটি আগামী অধিবেশনে পেশ হবে লোকসভায়। আধুনিক সময়ে মাতৃত্বের স্বাদ পাওয়াটা অনেক সহজ করে দিয়েছে ‘সারোগেট মাতৃত্ব’। কিন্তু তা নিয়েও অভিযোগের অন্ত নেই। তাই সারোগেট ক্লিনিক, গর্ভ ভাড়া দেওয়া মা বা সন্তান পেতে ইচ্ছুকদের আইনি পথে আনতে উদ্যোগী কেন্দ্র। সংসদে আসছে বিল। বুধবার সেই বিলের খসড়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। খসড়া সারোগেসি বিল প্রসঙ্গে নাম না করেই সেলেব্রিটিদের কটাক্ষ সুষমা স্বরাজের। যেসব ‘বড় নামীদামী মানুষজন’ সন্তান থাকা সত্ত্বেও গর্ভ ভাড়া করে অর্থাত্ সারোগেসির মাধ্যমে আবার বাচ্চা নিয়েছেন, তাঁদের একহাত নিয়েছেন বিদেশমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে ২০১৬-র সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল নিয়ে তিনি বলেন, তাঁর এটা বলতে ‘কষ্ট’ হচ্ছে যে, ‘প্রয়োজন’ বলে দেখিয়ে যার শুরু হয়েছিল, তা আজ ‘ফ্যাশন’ হয়ে উঠেছে। সুষমা বলেন, বাবা-মা হতে চান, এমন বহু দম্পতির চাহিদা মেটাতে গিয়ে ভারত আজ বাণিজ্যিক অর্থাত টাকার বিনিময়ে গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়ার ব্যবসার ঘাঁটি হয়ে উঠেছে। এ প্রসঙ্গেই সেলেব্রিটিদের কটাক্ষ করে তিনি বলেন, এঁরা সারোগেসি বেছে নেওয়ায় সেটাই ট্রেন্ড হয়ে উঠেছে। আমাদের সামনে এমন একাধিক নজির রয়েছে যেখানে বড় বিখ্যাত লোকজনেদের নিজেদের বাচ্চা আছে, হয়ত এক ছেলে, এক মেয়ে আছে, কিন্তু তারপরও তাঁরা সারোগেট সন্তান নিচ্ছেন। শোনা যাচ্ছে, নাম না করলেও সুষমার এহেন আক্রমণের টার্গেট শাহরুখ খান, আমির খান, তুষার কপূর-রা। সুষমা বলেন, নতুন বিলে সারোগেসির অনুমোদন দেওয়া হয়েছে একান্ত প্রয়োজনের ক্ষেত্রে, শখের জন্য নয়। অনুমতি মিলবে প্রয়োজন থাকলেই, শখ পূরণে নয়। যেখানে একজন স্ত্রী, মহিলা গর্ভধারণের যন্ত্রনা পেতে চান না, তাঁকে বাধ্য করা যাবে না। সুষমা এও জানিয়ে দেন, প্রস্তাবিত আইনে সিঙ্গল অভিভাবক, লিভ-ইন পার্টনার ও সমকামী দম্পতিদের সারোগেট বাচ্চা নেওয়ার অনুমতি দেওয়া হবে না। লিভ-ইন সম্পর্ক ও সমকামী দাম্পত্যের কোনও আইনি বৈধতা নেই বলে জানান তিনি। বলেন, এ ধরনের সম্পর্কে যাঁরা জড়িত, তাঁরা বরং সন্তান দত্তক নিতে পারেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*