দিলীপ ঘোষ হত্যাকান্ডের রায় ঘোষনা, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদন্ড

jailনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট ।। চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যাকান্ডের রায় ঘোষনা করেন মাননীয় আদালত। উল্লেখ্য, তিন বছরেও দিলীপ ঘোষ হত্যা মামলার মূল অভিযুক্ত মুজিবর রহমান, হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ীর মালিক বলরাম রাজভরকে খুঁজে বের করতে এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। অপর পাঁচ অভিযুক্তকে ২২শে আগষ্ট (সোমবার)রায় দিতে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। আদালতে হাজির জমা থাকা সত্ত্বেও অন্তিম মুহূর্তে অভিযুক্ত দীপক মিঞা আদালত থেকে বেপাত্তা হয়ে যায়। তারপরই দীপক মিঞার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও অভিযুক্ত দীপক মিঞাকে খুঁজে পায়নি। অবশেষে বুধবার মাননীয় আদালত অভিযুক্ত পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় এবং ২০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের নির্দেশ দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*