বুধবারও শহরে ১৪৪ ধারা জারী, স্বভাবিক পরিস্থিতিতে ফিরছে আগরতলা

ipft ipft.jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৪ আগষ্ট ।। মঙ্গলবার, IPFT-র প্রতিষ্ঠা দিবসের র্যাালী ও পরবর্তীতে শহরজুড়ে উন্মুক্ততায় আরক্ষা প্রশাসনের ভূমিকায় সমালোচনা করা হয়েছে বিরোধী রাজনৈতিক দল সমূহের তরফে। সিমনা-তমাকারী আসনে ভোটের দিনে IPFT কে সমাবেশ ও র্যা লীর আয়োজনের অনুমতি প্রদানের জন্য সরকারী সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন উঠেছে সেখানে প্রশাসন বলেছে গণতন্ত্রের বিধান মেনেই এই অনুমতি দেয়া হয়েছে। IPFT-র তান্ডবে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠায় প্রশাসন আসাম রাইফেলস, সি আর পি এফ, টি এস আর মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয়। পরবর্তীতে অনভিপ্রেত ঘটনা রুখতে ১৪৪ ধারা জারী করতে বাধ্য হয়। ১৪৪ ধারার বেড়াজালে আটকে পড়া শহরে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও অজানা আতঙ্ক আর থম্থমে ভাব পরিলক্ষিত হয়েছে। স্পর্শকাতর স্থান সন্মুহে নিরাপত্তা বাহীনি মতায়েন কড়া হয়েছে। বুধবারও শহরে ১৪৪ ধারা জারী ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বভাবিক হতে শুরু হয়েছে শহরে। রাজ্যের শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে রাজ্যবাসীর কাছে আহ্বান রাখলেন রাজ্য সরকার

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*