অনলাইনে টিকিট বুক করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা অফার আইআরসিটিসির

trnজাতীয় ডেস্ক ।। অনলাইনে টিকিট বুক করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা অফার আইআরসিটিসির। তাও আবার মাত্র ৯২ পয়সা প্রিমিয়ামে। তবে এই ট্রাভেল ইন্স্যুরেন্স পাওয়া যাবে শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুক করলে। আগামী ৩১ অগাস্ট থেকে চালু হবে এই নয়া স্কিম। ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে যে ক্ষতিপূরণ দেয় তার পাশাপাশি এই বিমা প্রযোজ্য হবে। এই বিমার আওতায় আসবে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, চোট বা শারীরিক অক্ষমতা। আইআরসিটিসি-র চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর একে মানোচা এ কথা জানিয়েছেন। মানোচা জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তবে পাঁচ বছরের কমবয়সী শিশু এবং বিদেশীদের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স প্রযোজ্য হবে না। কনফার্ম, আরএসি, এবং ওয়েট-লিস্টেড সবধরণের টিকিটের যাত্রীরাই এই সুবিধা পাবেন। তবে টিকিট বাতিল করলে প্রিমিয়ামের ওই ৯২ পয়সা ফেরত দেওয়া হবে না, এমনটাই সূত্রের খবর। স্কিম অনুযায়ী, মৃত্যু অথবা সম্পূর্ণভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে যাত্রী বা তার নমিনি ১০ লক্ষ টাকা, আংশিক অক্ষম হলে সাড়ে ৭ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা হাসপাতালবাবদ খরচের টাকা পাবে। প্রসঙ্গত, বাজেটের সময় রেলমন্ত্রী সুরেশ প্রভু টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের সুবিধার কথা ঘোষণা করেছিলেন। তবে এটা অবশ্যই ঐচ্ছিক। এই অফার নেবেন কিনা, সেটি সংশ্লিষ্ট যাত্রীর ওপরই নির্ভর করছে। আইআরসিটিসি-র সঙ্গে যৌথভাবে এই স্কিমের জন্য তিনটি বিমা কোম্পানিকে বাছাই করা হয়েছে। কোম্পানি তিনটি হল- শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স, রয়্যাল সুন্দরম জেনারেল ইন্স্যুরেন্স এবং আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*