খোয়াই-কমলপুর সড়কে নিখোঁজ কমলপুরের ব্যবসায়ী

নিখোঁজ কমলপুরের ব্যবসায়ী তাপস দত্ত।
নিখোঁজ কমলপুরের ব্যবসায়ী তাপস দত্ত।

গোপাল সিং, খোয়াই, ২৫ আগষ্ট ।। খোয়াই এলাকার চাম্পাহাওড় থানাধীন খোয়াই-কমলপুর সড়কে সুখিয়াবাড়ী এলাকার পাহাড়ে টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হল কমলপুর মানিকভান্ডার নিবাসী এক এলআইসি এজেন্ট। বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা থেকে নিখোঁজ তাপস দত্ত নামে ঐ এলআইসি এজেন্ট ও ব্যবসায়ী। ঘটনার বিবরনে চাম্পাহাওড় থানার ওসি নারায়ন চক্রবর্তী জানান, বুধবার রাতে খোয়াই থানায় তাপস দত্তের নিখোঁজ ডাইরী করা হয়। এরপরই ঘটনাটি চাম্পাহাওড় থানায় জানানো হলে শুরু হয় দৌড়ঝাঁপ। বৃহস্পতিবার দিনভর সুখিয়াবাড়ীর পাহাড়ী দূর্গম এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে নিখোঁজ তাপস দত্তের বাইকটি পাওয়া যায়। বাইকের নম্বর হল TR04A4568। একদিকে পুলিশের তল্লাশী অভিযান চলে, অন্যদিকে ডগ স্কোয়াডও ঘটনাস্থলে পৌছে তল্লাশী শুরু করে। সেই তল্লাশীতেই কিছু দূরেই তাপস দত্তের এলআইসি’র কাগজপত্র পাওয়া যায়। কিন্তু দিনভর পুলিশ কুকুরকে কাজে লাগিয়েও নিখোঁজ ব্যাক্তির কোন সন্ধান মিলেনি। উল্লেখ্য নিখোঁজ তাপস দত্তের শ্বশুর বাড়ী খোয়াইতে। প্রতি মাসেই এলআইসি অফিসে তিনি আসেন প্রিমিয়ামের টাকা জমা দিতে। জানা যায় তিনি কমপক্ষে ২ লক্ষ টাকা সব সময় নিয়ে আসেন। ঘটনার দিন রাত দশটা পর্যন্ত তাপস দত্তের কোন খোঁজ মিলেনি এবং তিনি বাড়ীতেও পৌছাননি বা মোবাইল ফোনেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছিলনা। খোয়াইতেও বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাপস দত্তের কোন সন্ধান মিলেনি। বাধ্য হয়েই খোয়াই থানায় নিখোঁজ ডাইরী করানো হয়। বৃহস্পতিবার ডগ স্কোয়াড আসতে বিলম্ব হওয়ায় সারাদিন তল্লাশীর পরও কোন সন্ধানই মিললনা তাপস দত্তের। প্রাকৃতিক দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তল্লাশী একসময় বন্ধ করা হয়। আগামীকাল ফের একবার তল্লাশী করা হবে বলে জানালেন চাম্পাহাওড় থানার ওসি নারায়ন চক্রবর্তী। ঘটনাস্থলে এসপি, এসডিপিও সহ কমলপুর থানার পুলিশ জোড় তল্লাশী চালাচ্ছে। খবর লেখা পর্যন্ত কোন প্রকার হদিশ মিলেনি নিখোঁজ এলআইসি এজেন্ট তাপস দত্তের। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখছে। আগামী দিনেই এই রহস্য উদঘাটন হতে পারে। তবে উক্ত ঘটনায় খোয়াই-কমলপুর এলাকার জনগন উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*