নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট ।। শুভ জন্মাষ্টমী। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি। জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এ দিনে উপাবাসে সপ্ত জন্মকৃত পাপ বিনষ্ট হয়। আর তাই এ দিনটিতে তারা উপবাস করে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। এর সঙ্গে যুক্ত হয়, পূজা, আরাধানা, জন্মাষ্টমীর মিছিল, শোভাযাত্রা ইত্যাদি। জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি। রাজ্যেও গৃহস্থের ঘরে এবং বিভিন্ন মন্দিরে পালিত হয় শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। জন্মাষ্টমী অনুষ্ঠানে ভক্তপ্রান মানুষ পবিত্র শূচিতায় সামিল হন বিভিন্ন মন্দিরে।