শহরে অনভিপ্রেত ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ, এক মাসের সময় দিলেন মূখ্যমন্ত্রী

-মহাকরণে সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি - তথ্য দপ্তর।
-মহাকরণে সাংবাদিক সন্মেলনে মূখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি – তথ্য দপ্তর।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট ।। গত ২৩ আগষ্ট রাজ্যে একটি রাজনৈতিক দল IPFT-র মিছিলকে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনার বিষয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মূখ্যমন্ত্রী বলেন, IPFT-র মিছিলকে ভিত্তি করে প্ররোচনামূলক ও উস্কানীমূলক যে ঘটনা ঘটে তা অপ্রত্যাশিত ও নিন্দনীয়। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য রাজ্য সরকার এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। মূখ্যমন্ত্রী এক মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন। মূখ্যমন্ত্রী বলেন, ঘটনার পর পুলিশ ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আগরতলার শুভবুদ্ধি সম্পন্ন শান্তিকামী মানুষ প্রশাসনকে সাহায্য করেছেন। সবার প্রয়াসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*