একদিনের পুলিশ কমিশনার হয়ে স্বপ্নপূরণ করল হায়দরাবাদের ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিশোর

10421582_658820304232758_4468631608857823688_nহায়দরাবাদ, ১৬ অক্টোবর ।। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাদিক নামে ১০ বছরের ছেলেটি।তাঁর স্বপ্নপূরণ হল বুধবার।একটি দিনের জন্য হলেও হায়দারাবাদের পুলিশ কমিশনার পদে বসান হল তাকে!
সাদিকের দুরারোগ্য মারণ রোগ ধরা পড়ে পাঁচ মাস আগে।বর্তমানে চিকিত্সাধীন এই কিশোরের স্বপ্ন ছিল, একদিনের জন্য হলেও সে পুলিশের উর্দি পরবে, বসবে কমিশনারের চেয়ারে। তাঁর মনের বাসনা পূরণে হাত বাড়িয়ে দিয়েছে ‘মেক অ্যা উইশ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তারাই হায়দারবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাদিকের ইচ্ছাপূরণে সেতুর কাজটি করেছে।।
তাদের হাত ধরে এদিন করিমনগর জেলার বাসিন্দা সাদিক শহরের পুলিশ কমিশনার এম মহেন্দার রেড্ডির অফিসে আসে।তাঁর চেয়ারে বসে গায়ে পুলিশের উর্দি, মাথায় টুপি চাপিয়ে।সে বলে, শান্তি বজায় রাখতে, অপরাধী, দুষ্টু লোকদের ধরতে চাই আমি।পুলিশ কমিশনার সংবাদ সংস্থাকে বলেন, আত্মীয়স্বজনদের অনেককে পুলিশে চাকরি করতে দেখে পুলিশ কমিশনার হওয়ার স্বপ্ন দেখে ছেলেটি।একদিনের জন্য হলেও পুলিশ কমিশনার পদে বসতে চেয়েছিল মেক অ্য উইশ ফাউন্ডেশন সংস্থাটি ওর বাসনা পূরণে আমাদের কাছে আবেদন করে।আমরা রাজি হই।
ছেলেটির দ্রুত আরোগ্য কামনা করছে শহরের পুলিশ, জানিয়েছেন কমিশনার।।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*