SFI এবং TMC ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র রামঠাকুর কলেজ

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ।। রামঠাকুর কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যপদ সংগ্রহ করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় এস এফ আই। TMC ছাত্র পরিষদের সদস্যরা সদস্যপদ সংগ্রহ করতে গেলে TMC ছাত্র পরিষদের সদস্য তন্ময় সাহা ও পার্থ চক্রবর্তীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বাঁধে বিপত্তি। TMC ছাত্র পরিষদের অভিযোগ, শুক্রবার সদস্যরা সদস্যপদ সংগ্রহ করতে গেলে TMC ছাত্র পরিষদের সদস্যরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে SFI-র সমর্থকরা লাঠি ও লোহার রড় নিয়ে TMC ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে TMC ছাত্র পরিষদের কয়েকজন ছুটে যেতেই গেটের কাছে SFI-র সমর্থকরা হামলা চালায়। এতে ১৩ জন TMC ছাত্র পরিষদের সদস্য এবং ৫ জন SFI-র সদস্য গুরুতর আহত হন। আহতদের জিবি এবং টি এম সি হাসপাতালে ভর্তি কড়া হয়। কলেজের অধ্যাপকদের সামনেই এই ঘটনা ঘিরে কলেজে তীব্র উত্তেজনা ছড়ায়। এ ব্যাপারে মামলা, পালটা মামলা হয় থানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*