নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ।। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘এলিমকো’-র উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় ‘সামাজিকঅধিকারিতা শিবির এবং প্রতিবন্ধীদের মধ্যে চলন সামগ্রী বিতরণী’ অনুষ্ঠানের আয়োজন কড়া হয়। রাজ্যে প্রথমবারের মতো এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার ৫২৬ জন প্রতিবন্ধীর মধ্যে ৮৮০টি চলন সামগ্রী বিতরণ কড়া হয়। এ ডি আই পি প্রকল্পে এজন্য ব্যয় হয়েছে ৫০ লক্ষ টাকা।
অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৭২ হাজার ৯৪৭ জন প্রতিবন্ধী রয়েছে। প্রায় ১৫ হাজার প্রতিবন্ধীকে বিভিন্ন সামাজিক ভাতা দেয়া হচ্ছে। তিনি বলেন সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে প্রতিবন্ধীদের সরকারী চাকুরীতে কিছু পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কৃষাণ পাল গুর্জার বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের কল্যানে রাজ্যে কম্পোজিট রিজিওন্যাল সেন্টার এবং কমিউনিটি রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে তুলবে। রাজ্যকে ব্রেইল মেশিন ক্রয়ের জন্যও দেড় কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কৃষাণ পাল গুর্জার, সন্মানিয় অতিথি হিসেবে সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, বিশেষ অতিথি হিসেবে ঝর্না দাস বৈদ্য, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলিপ কুমার দাস, ডি এম ডঃ মিলিন্দ রামটেকে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।