দীপা, সিন্ধু, সাক্ষীদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী

pmজাতীয় / খেলাধুলা ডেস্ক ।। রিও অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু, সাক্ষী মালিক সহ এ বছরের খেলরত্ন এবং অর্জুন পুরস্কার প্রাপকদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর বাসভবনে যান দীপা কর্মকার, সৌম্যজিৎ ঘোষ, সুব্রত পাল সহ পুরস্কার পেতে চলা ক্রীড়াবিদরা। সোমবার জাতীয় ক্রীড়াদিবসে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে খুশি ক্রীড়াবিদরা। সিন্ধু বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে পদক দেখিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন। তিনি আমাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তুমি দেশকে গর্বিত করেছ। তাঁর সঙ্গে কথা বলে খুব খুশি হয়েছি।’ অলিম্পিকে পদক জেতা সিন্ধুর স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুশি। অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে সাহায্য করার জন্য কোচ পুল্লেলা গোপীচাঁদ, বাবা-মা, সরকার এবং স্পনসরদের ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু। সাক্ষী বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমাকে মেরো না। আমি তাঁকে বলেছি, কুস্তিগিররা লড়াই করার সময় আক্রমণাত্মক হলেও, আমাদের মন খুব নরম। রিওতে থাকার সময় বিশ্বাসই হচ্ছিল না আমি পদক জিতেছি। কিন্তু দেশে ফেরার পর সবার ব্যবহার দেখে মনে হচ্ছে বিশেষ কিছু করেছি।’ প্রধানমন্ত্রীর বাসভবনে ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলও হাজির ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*