নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর ।। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টায় একটি ট্রাক আগরতলা থেকে বামুটিয়া যাওয়ার পথে গান্ধিগ্রাম নন্দিবাড়িতে আসা মাত্র উল্টো দিক থেকে ধেয়ে আসা একটি জীপের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এই ঘটনায় জীপের ২ জন যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধিন। পুলিশ ট্রাক ও জীপে গাড়ি দুটোকে আটক করেছে।
রাজীব সাহার তোলা ছবি।