নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ।। মঞ্চের ভাষনে সুললিত ভাষার বিন্যাসে আপন শৈলীতে হাততালি কুড়োতেন যে মানুষটা সেই হাতেই ফুল আর অশ্রুসজল চোখে শেষ শ্রদ্ধার লম্বা লাইনের প্রমান রাজনীতির গন্ডি ছাড়িয়ে বহু মানুষের হৃদয়ে ঠাই করে নিয়েছিলেন প্রয়াত সমীর দেব সরকার। রবিবার সকাল থেকে যে জনস্রোত খোয়াইতে দেখা গেল তা দেখে ভাবাই যায়না তিনি নেই। দীর্ঘ রোগ ভোগের পর রবিবার সকাল ৬ টা ২০ মিনিট নাগাদ আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোয়াইয়ের বিধায়ক তথা রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক সমীর দেব সরকার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৭ বছর। সমীর দেব সরকারের মৃত্যুর খবর সকাল সকাল খোয়াইয়ে ছড়িয়ে পড়তেই খোয়াই জুড়ে শোকের ছায়া নেমে আসে।