নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ।। আগরতলা প্রেস ক্লাবের ১৩ তম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার, প্রেস ক্লাবে এই বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে ১৩ জন সাংবাদিক স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে একজন মহিলা সাংবাদিকও রয়েছেন। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট নাগরিক বিভূতি সাহা রায় মূখ্যমন্ত্রীর হাতে মরণোত্তর দেহ দান ও চক্ষু দানের অঙ্গীকার পত্র তুলে দেন। স্বেচ্ছায় রক্তদানে প্রেস ক্লাবের এই উদ্যোগকে প্রশংসা করে মূখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ৯৭ থেকে ৯৮ শতাংশ রক্ত স্বেচ্ছায় সংগৃহীত হচ্ছে। স্বেচ্ছায় রক্ত দানে রাজ্য খানিকটা পিছিয়ে থাকলেও স্বেচ্ছায় মরণোত্তর দেহ দানে এদিয়ে আছে। এখন পর্যন্ত ১৩০০ জনেরও বেশী মানুষ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করেছেন। জমা পড়েছে ৬৫টি মরণোত্তর দেহ। আগরতলা প্রেস ক্লাবের ১৩ তম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায়, সম্পাদক কল্যানজিৎ সিং, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে এবং প্রবীন সাংবাদিক স্রোত রঞ্জন খিসা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী।