CPI(M) সদর কার্যালয়ে প্রয়াত সমীর দেব সরকারের নশ্বর দেহে পুস্পার্ঘ্য অর্পন

samir deb sarkar.jpg1 samir deb sarkar.jpg5 samir deb sarkar.jpg6 samir deb sarkar.jpg7 samir deb sarkar.jpg8নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট ।। আগরতলা মেলারমাঠস্থিত CPI(M) সদর কার্যালয়ে প্রয়াত ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক তথা বিধায়ক সমীর দেব সরকারের নশ্বর দেহে পুস্পার্ঘ্য অর্পন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, সেখানেই ফুলের মালা এবং পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর, ডেইলি দেশের কথার সম্পাদক গৌতম দাশ, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্যা সহ দলীয় কর্মী সমর্থকরা। বিধানসভায়ও প্রয়াত সমীর দেব সরকারের নশ্বর দেহে পুস্পার্ঘ্য অর্পন করেন বিধানসভা উপাধক্ষ্য পবিত্র কর, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*