অবশেষে ৫১দিন পর কাশ্মীরে তুলে নেওয়া হল কারফিউ

jkজাতীয় ডেস্ক ।। জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু। তার জেরে ৭০জনের প্রাণ হারানো। অগ্নিগর্ভ ভূস্বর্গে ১৪৪ ধারা টানা ৫১ দিন। অবশেষে এতদিন পর উপত্যকায় তুলে নেওয়া হল কারফিউ। ১০টি জেলা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এলাকায় এখনও চলছে ১৪৪ ধারা, পুরনো শ্রীনগরের মহারাজগঞ্জ ও নওহাট্টা পুলিশ স্টেশনের আওতায় পড়া এলাকাগুলিতেও কারফিউ বলবৎ রয়েছে। শনিবার জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী মেহবুবা মুফতি দিল্লি গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কেন্দ্র ঘোষণা করে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সর্বদলীয় প্রতিনিধিদল কাশ্মীর গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখবে। ইঙ্গিত পাওয়া যায়, বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্সের সঙ্গে ওই প্রতিনিধিদলের বৈঠক হতে পারে। এরপরই কাশ্মীর পরিস্থিতির লক্ষ্যণীয় উন্নতি হয়। তার প্রেক্ষিতে সোমবার ৫১দিন পর আবার কিছুটা হলেও আগের চেহারায় ভূস্বর্গ। এর আগে গত সপ্তাহে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরের বিরোধী নেতৃত্ব দেখা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে। উপত্যকার পরিস্থিতি শান্ত করতে সরকারকে আলোচনার টেবিলে বসতে পরামর্শ দেয় তারা। তবে বারামুলার ক্রিরি এলাকার বাসিন্দারা রবিবার সন্ধেতেও গুলির শব্দ পেয়েছেন। নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন বলে খবর। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করে পুলিশ। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে উপত্যকায় প্রচণ্ড অশান্তি শুরু হওয়ায় ৯ জুলাই থেকে কাশ্মীরে চালু হয় অনির্দিষ্টকালের কারফিউ। ‘৮৯-এ কাশ্মীরে সন্ত্রাসবাদ ঘাঁটি গেড়ে বসার পর এই প্রথম টানা ৫১দিন সেখানে কারফিউ চলল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*