দীপা, সিন্ধু, সাক্ষী ও জিতু রাইদের রাজীব খেলরত্ন পুরস্কার দিলেন রাষ্ট্রপতি, দ্রোণাচার্য পেলেন বিশ্বেশ্বর সহ ৬ জন

Dipa (2) Dipa (2).jpg1 খেলাধুলা ডেস্ক ।। পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার এবং জিতু রাইকে খেলরত্ন পুরস্কার দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হল দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী সহ ৬ জনকে। অর্জুন পুরস্কার পেলেন সুব্রত পাল, সৌম্যজিৎ ঘোষ, সৌরভ কোঠারি, অজিঙ্ক রাহানে সহ ১৫ জন। রাহানে অবশ্য ভারতীয় দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ায় এই অনুষ্ঠানে থাকতে পারেননি। এই প্রথম একসঙ্গে চার জনকে খেলরত্ন দেওয়া হল। তার মধ্যে তিন জনই মহিলা। রিও অলিম্পিকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সিন্ধু, সাক্ষী ও দীপা। প্রথম দু জন পদক পেয়েছেন। দীপা অল্পের জন্য পদক হারালেও, তাঁর পারফরম্যান্স সবার মন জয় করে নিয়েছে। জিতু অলিম্পিকে ব্যর্থ হলেও, নাম আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় তাঁকেও খেলরত্ন দেওয়া হল। চার জনকেই পদক, শংসাপত্র এবং সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে। অর্জুন প্রাপকরা মূর্তি, শংসাপত্র এবং পাঁচ লক্ষ টাকা করে পেয়েছেন। বাংলার তিন ক্রীড়াবিদ টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ, ফুটবলার সুব্রত এবং বিলিয়ার্ডস ও স্নুকার খেলোয়াড় সৌরভ অর্জুন পুরস্কার পেলেন। এছাড়া অ্যাথলিট ললিতা বাবর, বক্সার শিবা থাপা, হকি খেলোয়াড় ভি আর রঘুনাথ, শ্যুটার অপূর্বী চান্দেলা, কুস্তিগির ভিনেশ ফোগতরা অর্জুন পুরস্কার পেলেন। দীপার কোচ ছাড়াও দ্রোণাচার্য পুরস্কার পেলেন বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা ছাড়াও আরও চার জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*