নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ।। ফের SFI ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে রণক্ষেত্রের রুপ নেয় রামঠাকুর কলেজ চত্বর। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের এক মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে রামঠাকুর কলেজ চত্বরে। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে আচমকাই হামলা চালায় বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই। এতে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ জন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে প্রচুর পুলিশ ও টি এস আর মোতায়েন করা হয়। রামঠাকুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের উপর SFI সদস্যদের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের তরফে শহরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী তুলা হয় ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের তরফে।