নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ।। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের ঘর ছেড়ে ৬ বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপরেই রাজ্যের বুকে তৃণমূল আবার ঘুমঘোর কাটিয়ে ত্রিপুরায় ঘাস ফুলের শেকড় বিস্তার করেছে। ৬ বিধায়ক তৃণমূলে যোগ দেবার পর বিধানসভায় তাদের সভ্যপদ থাকবে কিনা সে নিয়ে রাজ্য রাজনীতি
তে অনেক জল্পনা, কল্পনা হয়েছে। অবশেষে সোমবার সকালে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ তার সিদ্ধান্ত ঘোষনা করেন। তৃণমূলের ৫ বিধায়কের সদস্যপদ বহাল রইল। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস হয়ে উঠল রাজ্যের প্রধান বিরোধী শক্তি। এই পাঁচ বিধায়ক হলেন সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা, দিবাচন্দ্র রাংখল, প্রণজিৎ সিংহরায় ও দিলীপ সরকার।