সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন আমেরিকার

pkজাতীয় ডেস্ক ।। সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন নয়াদিল্লিতে দ্বিতীয় ইন্দো-ইউএস কৌশলগত এবং বাণিজ্যিক আলোচনার পরে মার্কিন বিদেশসচিব জন কেরিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেন, পাকিস্তানের মাটিতে ফুলে-ফেঁপে ওঠা জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থাগ্রহণের জন্য ভারত ফের ইসলামাবাদের সামনে দাবি তুলেছে। সুষমা বলেন, লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ এবং ডি-কোম্পানিদের মতো সংগঠনগুলির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। বিদেশমন্ত্রীর দাবি, কেরিও স্বীকার করেছেন ২০০৮ সালের মুম্বই হামলা এবং ২০১৬ সালের পঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানের। সুষমার দাবিকে সমর্থন করে মার্কিন বিদেশসচিব কেরি জানিয়ে দেন, সন্ত্রাস মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একমত। তিনি বলেন, সন্ত্রাস-মোকাবিলা বিষয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সেনাপ্রধান রাহিল শরিফের সঙ্গে কথা বলেছেন। এর আগে স্বরাজ ও কেরির মধ্যে দীর্ঘ বৈঠক হয়। সেখানে সন্ত্রাসবাদ নিয়ে ম্যারাথন আলোচনা হয়। মার্কিন প্রতিনিধির সামনে সীমান্তপার থেকে সৃষ্টি হওয়া নাশকতার খতিয়ান পেশ করেন স্বরাজ। পাশাপাশি দেওয়া হয় ভারতে নাশকতামূলক কার্যকলাপে পাক প্রশাসনের প্রচ্ছন্ন মদতের প্রমাণও তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*