জাতীয় ডেস্ক ।। ২০০৬-এ সিঙ্গুরে বাম সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়া অবৈধ ছিল। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ধাক্কা খেল বুদ্ধদেব ভট্টাচার্যের বিগত বাম সরকার। জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাক্কা খেল টাটা মোটর্সও। আদালত সূত্রে খবর, মূলত আটটি পয়েন্টের ভিত্তিতে বুধবার সিদ্ধান্তে পৌঁছয় বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ। যদিও, কয়েকটি ক্ষেত্রে দুই বিচারপতি একমত হতে পারেননি। এদিন রায়দান পর্বের শুরুতেই বিচারপতি গোপাল গৌড়া বলেন, এই অধিগ্রহণ কি আদৌ জনস্বার্থে? একটি বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ কী করে জনস্বার্থে হতে পারে? বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণের যে নিয়ম, তা যথাযথভাবে মানা হয়নি। তথ্যসূত্র – এবিপি নিউজ।