অশালীন যৌন কেলেঙ্কারিতে দিল্লির আপ মন্ত্রী, বরখাস্ত করলেন কেজরীবাল

aapজাতীয় ডেস্ক ।। এবার যৌন কেলেঙ্কারিতে জড়াল দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকারের মন্ত্রীর নাম। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে এ সংক্রান্ত বিতর্কিত সিডি আসার পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত মন্ত্রী সন্দীপ কুমারকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। যে আপত্তিকর সিডির ভিত্তিতে সন্দীপ কুমারকে বরখাস্ত করা হয়েছে তা সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের হাতে এসেছে। এই সিডিতে কেজরীবাল সরকারের ক্যাবিনেট মন্ত্রীকে দুই মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছে। এই যৌন কেলেঙ্কারি পঞ্জাবে ভোটের আগে আপ তথা কেজরীবালের বিড়ম্বনা বাড়াল বলেই মনে করা হচ্ছে। কেননা, আপ সবসময়ই স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতির কথা বলে। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরই কেজরীবাল ট্যুইট করে জানান, সন্দীপ কুমারের আপত্তিকর সিডি পাওয়া গিয়েছে। আম আদমি পার্টি জনজীবনে শোভন আচরণে বিশ্বাস করে। আমরা এর সঙ্গে আপোস করতে পারি না। আমরা অবিলম্বে সন্দীপ কুমারকে সরিয়ে দিয়েছি। তথ্যসূত্র – এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*