নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ।। ২রা সেপ্টেম্বর ১২ দফা দাবীতে সারাভারত সাধারণ ধর্মঘট পালন করা হবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শুক্রবার রাজ্যেও ১২ ঘন্টার ধর্মঘট পালন করা হবে। এই ধর্মঘট সর্বাত্মক সফল করতে বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র মিছিল ও সভা সংগঠিত হয়। বিভিন্ন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকেও বনধের সমর্থনে শহরে মাইক প্রচার করতে লক্ষ্য করা গেছে। পাশাপাশি ২রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন CITU রাজ্য সভাপতি তথা বিদ্যুৎ মন্ত্রী মানিক দে।