নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ।। দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে সিঙ্গুর জমি অধিগ্রহণ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক জয় পেলেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসও। আগামী ৩রা সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে মিছিল ও সমাবেশ করবে বলে দলীয় সূত্রে খবর। একই দিনে সম্প্রতি রিও অলিম্পিকে অসাধারণ সাফল্যের জন্য রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিয়ান দীপা কর্মকারকে সংবর্ধনা দিতে রাজ্যে আসছেন মুকুল রায়। সেদিন এই অনুষ্ঠানের মাধ্যমে দীপাকে সংবর্ধনা জানাবেন তিনি।