সাউন্ড রেকর্ডিং স্টুডিও-র উদ্বোধন নজরুল কলাক্ষেত্রে

srsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর ।। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে সাউন্ড রেকর্ডিং স্টুডিও-র উদ্বোধন হয় বৃহস্পতিবার। এই সাউন্ড রেকর্ডিং স্থাপনে ব্যয় হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭২ হাজার টাকা। রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এই সাউন্ড রেকর্ডিং স্টুডিও-র উদ্বোধন করে বলেন, রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্র শিল্পের জন্য এটা ইন্ডোর স্টুডিও-র জন্য প্রয়োজনীয় জমি দেখে তা সরকারের কাছে প্রস্তাব দেয়া হলে তা খতিয়ে দেখা হবে। মূখ্যমন্ত্রী বলেন, সৃষ্টির বিকাশে এই সাউন্ড রেকর্ডিং স্টুডিও এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্যে সাংস্কৃতিক পরিমন্ডলের সাথে যুক্ত যারা, তারা দীর্ঘ দিন ধরেই সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং ভি ডি ও রেকর্ডিং স্টুডিও-র দাবী করে আসছিলেন। অদূর ভবিষ্যতে অর্থের সংস্থান হলে ভি ডি ও রেকর্ডিং স্টুডিও স্থাপনের উদ্যোগ নেবে সরকার।
নজরুল কলাক্ষেত্রে সাউন্ড রেকর্ডিং স্টুডিও-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব এম এল দে, অধিকর্তা এম কে নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*