দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৭ অক্টোবর ।। বিশালগড় কান্ডে সাম্প্রতিক সময়ে বিরোধীদল নেতার বিশ্লেষনে পূর্ত দপ্তর হাতছাড়া হওয়ার পেছনে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর প্রশাসনিক পদক্ষেপকে দায়ী করা হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন পূর্তমন্ত্রী বিরোধীদল নেতার মন্তব্যের বিরুদ্ধে স্বীয় অবস্থান স্পষ্ট করছেন। অন্যদিকে বিশালগড়ে অর্থ লোপাটের সরকারী নথী মুখ্যমন্ত্রীর দপ্তরে দীর্ঘ দিন পড়ে থাকা নিয়েও বিরোধীদলের তরফে কালক্ষেপের যে অভিযোগ করা হয়েছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীও তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন বিরোধীদলের অভিযোগ সারবত্তাহীন। তবে বিশালগড় এমুহূর্তে রাজ্যের রাজনীতির তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বিরোধীদলের সাংবাদিক সন্মিলনের ফাইল ছবি।