নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ।। অবশেষে জাতীয় দলের তকমা পেল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ভারতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিল। কমিশন সূত্রে খবর, জাতীয় দল হিসেবে স্বীকৃতি অর্জনের যে শর্তগুলি থাকে, তার একটি পূরণ করেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কোনও দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে ১৯৬৮ সালের নির্বাচনী চিহ্ন (সংরক্ষণ ও বরাদ্দ) নির্দেশে উল্লিখিত শর্ত পূরণ করতে হয়। যা হল, অন্তত চার রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদাপ্রাপ্ত। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও তৃণমূল স্বীকৃত দলের মর্যাদা পেয়েছে। ফলস্বরূপ, জাতীয় দলের মর্যাদা পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল মাত্র। তৃণমূলকে নিয়ে বর্তমানে দেশে জাতীয় দলের সংখ্যা দাঁড়াল সাত। এই তালিকার বাকি দলগুলি হল কংগ্রেস, বিজেপি, বিএসপি, সিপিআই, সিপিএম এবং এনসিপি। জাতীয় দলের মর্যাদাপ্রাপ্ত দলের অনেক সুবিধে আছে বলে মনে করে রাজনৈতিক মহল। প্রথমত, কোনও জাতীয় দলের চিহ্নকে দেশের অন্য কোনও প্রান্তেই অপর দল ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত, দলীয় দফতর তৈরি করার জন্য সরকারের থেকে জমি বা বাড়ি পায় জাতীয় দলগুলি। তৃতীয়ত, নির্বাচনের সময় জাতীয় দল সর্বাধিক ৪০ জন তারকাকে প্রচারের কাজে আনতে পারবে, যেখানে অন্য দলের ক্ষেত্রে সেই সীমা ২০। বহু প্রতীক্ষার পর জাতীয় দলের স্বীকৃতি পেয়ে স্বভাবতই আনন্দিত মা-মাটি-মানুষের কর্মী সমর্থকরা।