নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ।। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে সিঙ্গুর জমি অধিগ্রহণ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক জয় পেলেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে সিঙ্গুর জমি অধিগ্রহণ মামলায় সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কংগ্রেসে নতুন পালক যুক্ত হল শুক্রবার। জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূল কংগ্রেস। জোড়া সাফল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে রবিবার উদয়পুর জামজুরিতে তৃণমূল কংগ্রেস এক সভার আয়োজিন করে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং উপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন, আশিষ সাহা, প্রনজিৎ সিংহ রায়, রতন চক্রবর্তী, সুরজিৎ দও সহ দলেন অন্যান্য নেতৃবৃন্দরা। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন ১২০০ পরিবারের ২১৫০ জন ভোটার। উল্লেখ্য, রবিবার বিকেলের বিমানে রাজ্যে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তারপরেই সভায় যোগ দেন তিনি। জানাযায়, আগামী ৮ই সেপ্টেম্বর রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিয়ান দীপা কর্মকারকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দিতে আবার রাজ্যে আসছেন তিনি।