নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ।। যিনি বিঘ্নবিনাশী শ্রীবিনায়ক, তিনিই সিদ্ধিদাতা গণেশ। সোমবার সেই সিদ্ধিদাতার আবাহন হচ্ছে রাজ্য সহ দেশজুড়ে। সংস্কৃত শব্দ ‘গণ’ অর্থাৎ সর্বসাধারণ এবং ‘ঈশ’ অর্থাৎ ‘পরম পূজ্য’। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর পুণ্য তিথিতে শুরু হয়ে যায় শ্রীগণেশের পবিত্র জন্মোৎসব উদযাপন। এই ‘গণেশ চতুর্থী’ বা ‘বিনায়ক চৌথি’ উৎসবটি শেষ হয় দশদিন পর। ভাদ্র মাসের ‘শুক্লা চতুর্দশী’তে। দেশজুড়ে পূজিত হলেও মুম্বই তথা মহারাষ্ট্রে যেন ‘গণপতি বাপ্পা মৌরিয়া’-র হুঙ্কার একটু বেশি। রাজ্যে গণেশ চতুর্থীতে সরকারী ছুটি নেই। তবে আগরতলা শহরে গণেশ চতুর্থীতে গণেশ পূজোর আয়োজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছোট বড় পূজোর ছড়াছড়ি গোটা শহরেই।