গোপাল সিং, খোয়াই, ০৭ সেপ্টেম্বর ।। ২০১১ সালের ১৮ই ফেব্রুয়ারী খোয়াই তুলাশিখর ব্লকের আইদঙ্কুর এলাকার এনসিটি প্রার্থী নিলিমা দেববর্মাকে(২৮) ধর্ষন এবং খুনের মামলায় অভিযুক্ত তিন টিএসআর জওয়ানকে বেকসুর খালাস দিল খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। তুলাশিখর ব্লক এলাকার শিকারি বাড়ী এডিসি ভিলেজের ১-নং ওয়ার্ড-এর এনসিটি প্রার্থীর মৃতদেহ ঘটনার ১ দিন পর অর্থ্যাৎ ১৯শে মে ২০১১-তে পাওয়া গিয়েছিল। নিলিমা দেববর্মা ধর্ষন ও খুনের মামলায় ষষ্ঠ ব্যাটেলিয়ান টিএসআর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠে। মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরবর্তী মামলাটি চলে যায় সিবিআই-এর হাতে। অভিযুক্তদের মধ্যে নারায়ন ঘোষের বিরুদ্ধে ৩০২/৩৪, দীপক ত্রিপুরার বিরুদ্ধে ৩৭৬/৩০২/৩৪ এবং অনন্ত হরি জমাতিয়ার বিরুদ্ধে ৩৭৬/৩০২/৩৪ আইপিসি ধারা বসিয়ে চার্জসিট জমা দেয় সিবিআই। সোমবার ৫ই সেপ্টেম্বর খোয়াই জেলা ও দায়রা আদালত তিন টিএসআর জওয়ানকেই বেকসুর খালাস করে।